
সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া ১০ ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে
দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফুলগাজীর মাঈন উদ্দিন নামের এক ব্যক্তি। প্রকৃত মালিককে ৩ দিন ধরে খুঁজে বের করে রোববার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা ফেরত দেন রিকশাচালক মাঈন। সূত্রে জানা যায়, গত ৩রা সেপ্টেম্বর সকালে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি অটোরিকশাযোগে মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। কিন্তু গাড়ি থেকে নামার সময় ভুলে সঙ্গে থাকা ব্যাগটি রেখে চলে যান। পরে চালক মাঈন ব্যাগটি বাড়িতে নিয়ে তার মামাকে অবহিত করেন। তার মামা যেকোনো মূল্যে ব্যাগটি সকল মালামালসহ মালিককে ফেরত দেয়ার নির্দেশ দেন। কিন্তু মাঈন গৃহবধূর নাম পরিচয় কিছুই জানেন না।
পরে তিনি বিভিন্নভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে ৩ দিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন। শনিবার রাতে ওই নারীর হাতে স্বর্ণালংকারসহ কাপড় ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন। ব্যাগটি ফেরত পেয়ে গৃহবধূ বলেন, ঘটনার দিন বাবার বাড়ি যাওয়ার পথে বাজারে সিএনজি থেকে নামার সময় ভুলে ব্যাগটি রেখে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজি করেও সিএনজি শনাক্ত করতে পারিনি। চালক সৎ ও নির্লোভ বলেই আমাকে খুঁজে সব কিছু ফেরত দিয়েছে। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের দুলামিঞা কাজী বাড়ির বাসিন্দা সিএনজিচালক মাঈন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই সেটি দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। অন্যের সম্পদ আমি নিয়ে কি করবো। প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিসগুলো ফেরত দিতে পেরেছি, এটাই আমার মানসিক প্রশান্তি।