Image description
 

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।’সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এ ঘটনা হতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি।’

 

দ্বীপের আরেক বাসিন্দা আবুল কালাম বলেন, ‘দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস না থাকার কারণে সময়মতো আগুন নেভানো সম্ভব হয়নি। সরকারের উচিত অন্তত দ্বীপের মানুষের কথা চিন্তা করে হলেও এখানে ফায়ার স্টেশন নির্মাণ করা।’সেন্টমার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো চেষ্টা চালানো হয়। দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানা যায়নি।’