Image description

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে গতকাল দিনগত মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে ৩টায় তার পিএস লিখিতভাবে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

টাঙ্গাইলের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির চার তলায় কাদের সিদ্দিকীর বাসা।

বাসার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কাদের সিদ্দিকীর বাসার শুধু জানালার কাচ এবং নিচে পার্কিং এ থাকা একটি গাড়ির কাচ ভেঙেছে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ সমকালকে জানান, গতকাল রাত থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কোনো আহত হওয়ার ঘটনা নেই। কাদের সিদ্দিকীর পিএস লিখিত অভিযান দিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। মামলা নেওয়া হবে কী না পরে জানানো হবে।