
খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথা লক্ষ্য করে ৫/৬টি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত মানিক ওই ইউনিয়নের বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।