Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হাসপাতালের পরিচালক বলেন, “নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশে করাই সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও জানান, নুরের চিকিৎসায় কোনো জটিলতা নেই। একইসঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, হাসপাতালে অযথা ভিড় না করতে, যাতে রোগীর সুস্থতা ও চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। আহত নুরকে পরে ঢামেকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকাটাইমস