
বহুল আলোচিত কোয়াব নির্বাচন আজ। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটারদের এই সংগঠনের ভোটযুদ্ধ। আগের ১৪ বছর ভোট হলেও বদলায়নি মুখ, দায়িত্ব পালন করেছে একই কমিটি। তবে এবার বদল আসছে নিশ্চিতভাবেই।
সভাপতি পদে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন লড়বেন। তবে এবারের কোয়াব নির্বাচনে সাধারণ সম্পাদক পদ আর থাকছে না। তবে থাকছে সিনিয়র সহ-সভাপতি পদ।
সভাপতি, সহ সভাপতি এবং কার্যনির্বাহী সদস্যসহ নয় পদে নির্বাচন হবে। তবে বৃহস্পতিবার ভোট হবে মূলত কোয়াবের সভাপতি পদে। কেননা এরই মাঝে কার্যকরী পরিষদের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
কোয়াবের বার্ষিক সাধারণ সভা ও পরে ভোটগ্রহণ হবে বিসিবি জাতীয় একাডেমি ভবনের সামনে। এরই মধ্যে অস্থায়ী প্যান্ডেলের মাধ্যমে সভাস্থল তৈরি করে ফেলা হয়েছে। জানা গেছে, মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২১৫ জন।
নির্বাচন কমিশনার নাসিউদ্দিন নাসু জানান, ‘২১৫ জনের যে তালিকা দেয়া হয়েছে, সেখানে থাকা সবাই ভোট দিতে পারবে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় আমাদের এজিএম শুরু হবে। এরপর লাঞ্চ। ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। অনলাইনের ক্ষেত্রেও একই সময়।’
নির্বাচন কমিশনার আরো জানান, ‘এখানে বলে রাখতে চাই, দুইভাবে ভোটিং হবে। একটা অনলাইন সিস্টেম, যারা বাইরে থাকছে তারা অনলাইনে ভোট দিতে পারবে। যারা সশরীরে আসবে তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবে।’
শীর্ষনিউজ