
রাজধানীর আদাবরে কিশোর গ্যাং চক্রের হামলায় আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, রাত ৯৯৯ নম্বরে দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ির পাশে অবস্থান করছিলেন চালক আল আমিন। সেখানে এক পক্ষের লোক হঠাৎ এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার হাতে কোপের আঘাত লেগেছে। পরে আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।