Image description
 

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার সময় নাফ নদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

সোমবার দুপুর দেড়টার দিকে নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপের বদরমোকামের গরা এলাকায় এ ঘটনা ঘটে। 

 

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চত করেন।

উদ্ধার করা জেলেরা হলেন—সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।

আবুল কালাম জানান, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় আরাকান আর্মির ধাওয়ায় গরায় ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এতে সাতজন জেলে ছিলেন। তারা সাতরিয়ে কুলে ফিরে এলেও ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির ধাওয়ায় মাছ ধরার একটি ট্রলার ডুবির খবর পেয়েছি।

তিনি আরও জানান, ওই ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। এতে সাত মাঝিমাল্লা ছিলেন।