
দুর্নীতির কারণে দেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি হচ্ছে, এটি কমাতে পারলে সড়ক নির্মাণের ব্যয় ৩০ শতাংশ কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।
রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা ফাওজুল করিম বলেন, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট কমাতে কাজ করবে। এসব মেগা প্রকল্পে বিদেশি প্রকৌশলীরা কাজ করায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় দেশের প্রকৌশলীদের আন্তর্জাতিক মানের কাজ করার আহবানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ সরকারি কর্মকর্তারা।
এদিকে, উদ্বোধনী ফলকে নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করে ফিতা কেটে উদ্বোধন করেন উপদেষ্টা।