Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে প্রার্থীদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম বলেন, আমাদের প্রতিপক্ষরা আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা তাদের আহ্বান জানাব- আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, মেধার প্রতিযোগিতা করি, নতুন আইডিয়া উপস্থাপন করি।

 

এ সময় শিবির সমর্থিত জিএস প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করে বলেন, আচরণবিধি ভঙ্গ করার পরও নির্বাচন কমিশন একটি পক্ষকে সুবিধা দিচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

তিনি আরও বলেন, একটি পক্ষ শিক্ষার্থীরা কেন তাদের ভোট দেবে তা বলার পরিবর্তে কেন আমাদের ভোট দেবে না তা নিয়েই প্রচার চালাচ্ছে। এতে তাদের রাজনৈতিক দীনতা স্পষ্ট হয়ে উঠছে।