Image description

ছাত্ররাজনীতি কিংবা নেতৃত্বে এগিয়ে যেতে চাইলে শুধু বক্তব্য বা মত প্রকাশই যথেষ্ট নয়। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভঙ্গি একজন ছাত্রনেতাকে অধিকতর গ্রহণযোগ্য করে তোলে।  একজন ছাত্রনেতার বডি ল্যাঙ্গুয়েজ এমন হওয়া উচিত, যা তার আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করে। 

দাঁড়ানোর ভঙ্গি 
সঠিক দেহভঙ্গি আত্মবিশ্বাস প্রকাশের একটি প্রধান উপায়। কথা বলা বা বক্তব্য দেওয়ার সময় একজন ছাত্রনেতার উচিত মাথা উঁচু করে সোজাভাবে দাঁড়ানো। খেয়াল রাখতে হবে এ সময় কাঁধ যেন ঝুলে না পড়ে।

চোখে চোখ রেখে কথা বলা
একজন ছাত্রনেতাকে চোখে চোখ রেখে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। এতে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা যায় এবং যোগাযোগের ক্ষেত্রে দৃঢ়তা প্রকাশ পায়। বক্তব্য দেওয়ার সময় চোখ নামিয়ে কথা বললে তা দুর্বলতা প্রকাশ করে। 

হাতের অঙ্গভঙ্গি
হাত সম্পূর্ণ স্থির রেখে কথা বললে দেহভঙ্গি অস্বাভাবিক ও যান্ত্রিক মনে হতে পারে। আবার, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হাত নাড়ানো, হাত পকেটে রেখে কথা বলা বিরক্তিকর ও আত্মবিশ্বাসহীনতা প্রকাশ করে। কথা বোঝাতে হাতের স্বাভাবিক ভঙ্গি ব্যবহার করুন।

 মুখাবয়বে আন্তরিকতা ও প্রাসঙ্গিক অভিব্যক্তি

হাস্যোজ্জ্বল, সহানুভূতিশীল ও প্রাসঙ্গিক অভিব্যক্তি নেতা হিসেবে ইতিবাচক প্রভাব ফেলে। রোবটের মতো মুখাবয়ব বা অযাচিত রাগ বা বিরক্তি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে। 

স্পষ্ট ও বোধগম্য ভাষায় কথা বলা
একজন ছাত্রনেতার কন্ঠস্বর হবে দৃঢ় ও সাবলীল। তাকে সহজবোধ্য ও সরল ভাষায় কথা বলতে হবে, যেন শ্রোতা তার কথা সহজেই বুঝতে পারে। 

শরীরের উন্মুক্ত ভঙ্গি
হাত-পা জড়সড় না রেখে, উন্মুক্তভাবে বসা বা দাঁড়িয়ে থাকা নেতৃত্বের গভীরতা প্রকাশ পায়। এটি দলের সদস্যদের সাথে সম্পর্কের বন্ধন মজবুত করে এবং সহজবোধ্যতা নিশ্চিত করে। হার্ভার্ড মনোবিজ্ঞানী অ্যামি কুডির গবেষণা অনুযায়ী, খোলা ও প্রসারিত অঙ্গভঙ্গি কেবল অন্যদের দৃষ্টিতেই আত্মবিশ্বাসী করে তোলে না, বরং নিজেকেও আত্মবিশ্বাসী মনে করায়।