
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ-শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এছাড়া আরও দুই শিক্ষার্থীর মাথা ও নাক ফেটে গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী সিটি কলেজের বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। অন্যদিকে মাথা ফেটে যাওয়া শিক্ষার্থীর নাম অন্তর। এছাড়া নাকে আঘাত পাওয়া শিক্ষার্থীর নাম আপন। তারা দুইজনই ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আপন উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষে পড়ালেখা করেন।
এদিকে সংঘর্ষের পর সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
ধানমন্ডি জোনের এসি শাহ মুহাম্মদ তারিকুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।