Image description
 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিদেশি শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ থাকছে না। মঙ্গলবার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেলে বিষয়টি সামনে আসে।

 

 

তালিকায় বাদ পড়েছেন বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির বিদেশি শিক্ষার্থীরা।

 

জাতীয় পরিচয়পত্র না থাকা এবং ভোটাধিকারকে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করায় তাদের এ প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

 

তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের যেহেতু জাতীয় পরিচয়পত্র নেই, তাই তাদের ভোটাধিকার নেই। জাতীয় পর্যায়ে ভোট দেওয়ার অধিকার না থাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়েও তারা ভোট দিতে পারবেন না।

 

রাকসুর গঠনতন্ত্রে এ সংক্রান্ত কোনো আইন উল্লেখ আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, যদিও বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে সরাসরি উল্লেখ নেই, কিন্তু ভোটাধিকার একটি নাগরিক অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই একই নিয়ম অনুসরণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।

 

এর আগে, গত ৬ আগস্ট রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে বিদেশি শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত ছিল না। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল।

 

এ বিষয়ে নেপালি শিক্ষার্থী সুমিত শর্মা বলেন, আমি প্রথমে ভেবেছিলাম আমাদের একজন প্রতিনিধি থাকা উচিত, যিনি বিদেশি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলবেন; কিন্তু পরবর্তীতে আমাদের অনেকেই এ বিষয়ে অনীহা প্রকাশ করে এবং আমার এই ভাবনার কারণে কেউ কেউ আমার প্রতি বিরূপ মনোভাবও দেখায়। তখন আমি বিষয়টি নিয়ে আর অগ্রসর হইনি। এখন যেহেতু আমাদের ভোটাধিকার থাকছে না, তাই আর কিছু করার নেই। তবে আমাদের ভোটাধিকার থাকলে পছন্দের কোনো বাংলাদেশি প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পেতাম।