Image description

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে রাখা হয়েছে’। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ এফ এম শাহীনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমকে আজ (১৯ আগস্ট) এতথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

তিনি জানান, এখন তাকে ছুটিতে রাখা হয়েছে।  যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

সোমবার শাহীনুল ইসলামকে নিয়ে ফেইসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহীনুল ইসলামকে। প্রকাশ হওয়া ভিডিওর বিষয়ে অবশ্য তিনি দাবি করেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে।

প্রসঙ্গত, আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।