
কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল, যিনি স্বামীর চাকরির সূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বসবাস করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহিদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে ভুক্তভোগী মার্কিন নারী প্রাতঃভ্রমণে বের হলে সার্কিট হাউস এলাকায় আসামি তারেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন তিনি কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। মাত্র দু’দিন পর পুলিশ অভিযোগপত্র জমা দেয়। পরে বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।