
জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার বিএনপির নেতা পাকেরদহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ (৩৫)। তিনি ওই ইউনিয়নের পশ্চিমপাড়ার আলহাজ নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর পাকেরদহ গ্রামের কালু মন্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাছির চিকু (২৫) দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।
এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদের নেতৃত্বে দলীয় কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাছিরকে ছিনিয়ে নেন। হামলায় এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশে হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। এতে ৮ জনের নাম উল্লেখসহ আরও ৬০-৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তারা হলেন আজিজুল হক বাবু (৩২), রাসেল (৩৪), স্বপন (২৮), সুজা মন্ডল (৫৫) ও আবু সাইদ (৩৫)।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততা স্পষ্ট। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।