Image description

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মো. মানিক নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার শুকানি সীমান্ত এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মানিকের বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মানিকসহ তিন-চারজন ভারতীয়  সীমান্ত এলাকায় গরু আনতে যান। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই রাতে সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। শনিবার সকালে সীমান্ত নদী করতোয়ার উজান থেকে মানিকের লাশ ভেসে আসতে দেখেন পাথর শ্রমিকরা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ীরা এই সীমান্ত দিয়ে পারাপারের চেষ্টা করেন। 

তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, খবর পেয়ে নদী থেকে তারা লাশ উদ্ধার করেছেন। তাঁর মাথায় গুলির মতো আঘাতের চিহ্ন রয়েছে। নীলফামারী 
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।

শীর্ষনিউজ