Image description

আমরা বলেছি যত বাঁধা বিপত্তি আসুক না কেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল এই সরকারের পাশে আছে। কিছু কিছু খুচরা পার্টি অবৈধভাবে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা জানি নির্বাচন হলে এইসব খুচরা পার্টির সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে বলে তারা নির্বাচন চাচ্ছে না।

 

তিনি বলেন, কে নির্বাচন চাইলো আর কে চাইলো না তারচেয়ে বড় কথা হচ্ছে, যে দাবিতে আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়েছে। স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সেই দাবিকে বাদ দেওয়া বা ভুলে যাওয়া যাবে না। এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

 

রোববার বেলা প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি (পিআরপি) নামক একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা এসব কথা বলেন তিনি।

 

শামসুজ্জামান দুদু বলেন, একটা ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। মিথ্যা মামলায় নিম্ন আদালতে ৫ বছর উচ্চ আদালতে ১০ বছর জেল দেওয়া হয়েছিল এবং তিনি প্রায় ৬ বছর জেলে ছিলেন । এই লড়াইয়ের মুক্তির প্রকৃত তৃপ্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। গত ১৬ বছর কোনো নির্বাচিত সরকার ছিল না এখনও নাই। সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, আমরা তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি।

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আজকে পিপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে যারা বসে আছেন, তারা একটা অংশ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আরেকটা অংশ পিআরের বিপক্ষে। একটা অংশ ৭২ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হোক আরেকটা অংশ ৭২ সংবিধানকে মাথার তাজ হিসেবে রেখে দিতে চায়, একটা অংশ জাতীয় নির্বাচন আগে চান আরেকটা অংশ চান আগে স্থানীয় নির্বাচন হোক এই যে ভিন্ন ভিন্ন মতামত এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র হচ্ছে আমি একটা মতামত দিব, প্রতিপক্ষ সেটার গঠনমূলক সমালোচনা করবে এবং তাদের মতামত প্রকাশ করবে। গণতন্ত্রের এই সৌন্দর্যকে প্রথম কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে তার মেয়ে খুনি হাসিনা।

 

জনতার অধিকার পার্টির ( পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনডিপির ক্বারী মোহাম্মদ আবু তাহের সভাপতি এনডিপি, কাজী আবুল খায়ের মহাসচিব মুসলিম লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা