
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮) এবং উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২)। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আফিফা খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরার সঙ্গে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ হুজাইরাকে পানিতে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যান।
স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘পুকুরে গোসল করতে নেমেছিল দুজন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’