
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া একটি ইলিশ মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ২২ কেজির কোরাল মাছ ধরা পড়ে জেলের জালে। এই মাছটি বিক্রি হয় ৩৩ হাজার ৭৯০ টাকায়।
শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় সিদ্দিক হালদারের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধরা পড়ে। পরে সেটি ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়। জানা গেছে, শুক্রবার রাতে উত্তাল পদ্মায় মাছ ধরতে যায় দৌলতদিয়া ইউনিয়নের জেলে সিদ্দিক হালদার। ভোরে কারেন্ট জালে বড় আকৃতির ইলিশ মাছটি ধরা পড়ে।
শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হয়। সেখানে মাছের পরিমাপ করা হয়। মাছটির ওজন হয় ২ কেজি ৫০০ গ্রাম। সেখানে উন্মুক্ত নিলাম মাছটি ফেরিঘাটের অনলাইনে মাছ বিক্রেতা শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন। তিনি বলেন, আমি সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করেছি। পরে অস্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আল আমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। গতকাল বেলা ১১টার দিকে মাছটি স্থানীয় মৎস্য বাজারের খান ফিশ আড়তে নিয়ে আসা হয়। পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৯০ টাকা মাছটি কিনে নেন। ওই দিন সকাল ৯টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগরে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।