Image description

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না নিজেকে গৃহবন্দি বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শুক্রবার এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। তবে গ্রেপ্তার হননি বলেও জানান খান পান্না।

এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’

তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেড আই খান পান্না বিভিন্ন সময় দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি। এই জ্যেষ্ঠ আইনজীবী গত বছর জুলাই অভ্যুত্থানের সময় অবশ্য আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন।