Image description

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারি কোন কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি করলে ব্যবস্থা নেয়া হবে। নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

জানা গেছে, এ মেলার মাধ্যমে বিভিন্ন হজ্জ এজেন্সির প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। সেই সঙ্গে প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়।