
চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে গুজব, অপপ্রচার ও ইসকন ট্যাগ দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।
হয়রানি ও মবের শিকার হওয়া তিন সাংবাদিকরা হলেন- দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি লিটন কুমার চৌধুরী ও দৈনিক প্রথম আলো সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস।
মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবুর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ ফোরকান আবু বলেন, আগামী ১৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে সীতাকুণ্ড চন্দ্র নাথ ধামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর নানা অপপ্রচার করছে কিচু উগ্রবাদী আওয়ামী দোসর। সীতাকুণ্ডের তিন সাংবাদিকদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয় তারা। ইতোপূর্বে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে বিভিন্ন সাংবাদিককে মব সন্ত্রাসী করে হয়রানি করেছে তারা। দায়িত্ব পালন করা মূল ধারার তিন সাংবাদিকদের অপপ্রচার ও মব সৃষ্টি করে নানা হয়রানি বন্ধের দাবি জানিয়ে তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সদস্য মীর দিদারুল হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, এসএম ইকবাল হোসাইন, মীর মামুন, ইকবাল হোসেন রুবেল প্রমুখ।