Image description

ভারতের সাম্প্রতিক রুপি বাণিজ্য সংস্কারকে “গেম চেঞ্জার” বলে আখ্যা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার মতে, ২০৩০ সালের আগেই দুই দেশের তেল-বহির্ভূত বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াবে—যা আগে কল্পনাতীত ছিল। এ পদক্ষেপ বড় প্রতিষ্ঠান ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।

 

৫ আগস্ট আরবিআই ঘোষণা করে, ভারতীয় ক্যাটাগরি–১ অনুমোদিত ব্যাংকগুলো এখন থেকে যেসব বিদেশি ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে, তাদের জন্য বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (এসআরভিএ) খুলতে পারবে, আর এর জন্য পূর্বানুমতি লাগবে না।

এসআরভিএ কী?
এটি এমন একটি অ্যাকাউন্ট, যেখানে বিদেশি ব্যাংক ভারতীয় রুপি ধরে রাখতে এবং ভারতের সঙ্গে বাণিজ্য লেনদেন করতে পারে। আগে অনুমতি ছাড়া এটি সম্ভব ছিল না।

 

ইউএই–ভিত্তিক ব্যবসায়ীরা বলছেন, এই নীতি খরচ কমাবে, লেনদেন দ্রুত করবে এবং বাণিজ্য করিডোরকে শক্তিশালী করবে। আলহিন্দ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হারিস একে সীমান্ত–পেরিয়ে বাণিজ্য জোরদারের ইতিবাচক পদক্ষেপ বলেছেন। মার্লিন গ্রুপের রোহিত বচ্চানি মনে করেন, রুপির ব্যবহার ও নিষ্পত্তি সহজ হলে দক্ষতা ও স্থিতিশীলতা বাড়বে।

 

এক কর্মকর্তা জানান, আগে আমিরাতে ভারতীয় রুপি ব্যবহারের ঐতিহ্য ছিল, এই নীতি সেই সম্পর্ক আরও গভীর করবে। রেয়াদ গ্রুপের রেয়াদ কামাল আয়ুবের মতে, পূর্বানুমতি ছাড়া রুপিতে লেনদেন ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক সুবিধা দেবে এবং আরও কোম্পানি ইউএই–তে নিবন্ধিত হবে।

জেভি থমসনের জন থমাস বলেন, মার্কিন শুল্কবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ভারতীয় কোম্পানিগুলো ইউএই–তে উৎপাদন সরিয়ে আনতে পারে, যেখানে শুল্ক কম ও পুনঃরপ্তানি সুবিধা বেশি। বর্তমানে দুবাই চেম্বারে ৭৫ হাজারের বেশি ভারতীয় কোম্পানি নিবন্ধিত, যা রুপি নিষ্পত্তি ও সেপা সুবিধায় আরও বাড়বে।

কোকোজেম ফান্ডের গগন মেহরোত্রা মনে করেন, এই পদক্ষেপ তৃতীয় মুদ্রা ছাড়াই লেনদেন বাড়াবে এবং ছোট রপ্তানিকারকরাও সহজে রুপিতে বিল করতে পারবে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৩–২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৮৩.৬ বিলিয়ন ডলারে, যার মধ্যে অ-তেল বাণিজ্য ৬৫ বিলিয়ন। ২০২২ সালের সেপা চুক্তি শুল্ক কমিয়ে এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ব্যাংক বিশেষজ্ঞদের মতে, পেমেন্ট সিস্টেম ও কার্ড নেটওয়ার্ক একীভূত করাই এই সংস্কারের পূর্ণ সুফল দেবে।