
দেশের ৮৯ শতাংশ মানুষ চান, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ প্রধানমন্ত্রীর পদে থাকবেন, আর ৭১ শতাংশ মানুষ জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেটে) proportional representation (পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান। সুশাসনের জন্য নাগরিক সংগঠন সুজনের চূড়ান্তকরণের লক্ষ্যে জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন জানান, প্রস্তাবিত জুলাই সনদের জনমত যাচাইয়ের জন্য সারাদেশে ১৩৭৩ জনের মতামত সংগ্রহ ও ১৫টি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপ সম্পন্ন হয়েছে।
জরিপ অনুযায়ী, ৬৯ শতাংশ মানুষ কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের পক্ষে মত দিয়েছেন। একই সাথে ৮৭ শতাংশের মত একজন ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না বলেও মতামত এসেছে।
সুজন সম্পাদক আরও জানান, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে। জনগণ পরিবর্তন ও গণভূত্থানের আকাঙ্ক্ষা পোষণ করছে। তাই নানা সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই মাসে জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া জরিপে ৮০ শতাংশ মানুষ সাংবিধানিক পদ ও তিন বাহিনীর প্রধানদের নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে মত দিয়েছে। ৯০ শতাংশ মানুষ স্থায়ী, স্বাধীন পুলিশ কমিশন গঠনের পক্ষে।