
লক্ষ্মীপুরের রায়পুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন মৃর্ধা ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির সময় এই দুই নেতা অন্যায়ভাবে নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারীর ওপর চড়াও হন। তারা নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করেন, চেয়ার ছুড়ে মারেন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উসকানি দেন।
দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী এই কাজের ফলে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাদের দলের সকল পদ-পদবি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এই বহিষ্কারের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু বলেন, “দলে কোনো বিশৃঙ্খল ব্যক্তির স্থান নেই। শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপি তাদের বহিষ্কার করেছে। এতে আমাদের কিছুই করার নেই। আমাদের দলে কোনো উশৃঙ্খল ব্যক্তির স্থান নেই।”