
প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ইয়ং সং সং (২৬) নামের এক চীনা যুবক। গন্তব্য—বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রাম। উদ্দেশ্য একটাই—প্রিয়তমা সুরভী আক্তারকে (১৯) বিয়ে করা।
প্রায় এক বছর আগে সামাজিক যোগায়োগের মাধ্যমে তাদের প্রথম পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় গাঢ় হয়ে ওঠে ভালোবাসায়। সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে, ইয়ং সং সং সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসেন সুরভীর সঙ্গে নতুন জীবনের পথে হাঁটার স্বপ্ন নিয়ে।
জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং।
গ্রামে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন সুরভীর বাড়িতে, একনজর দেখতে সেই বিদেশি প্রেমিককে, যিনি ভালোবাসার জন্য সীমান্ত, ভাষা, সংস্কৃতি সবকিছুকে পিছনে ফেলে চলে এসেছেন বিরলের ছোট্ট গ্রামে।
সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানান, তাদের দুজনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় সুরভী আক্তারের বাড়িতে পৌঁছান ইয়ং সং সং ।
সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সঙ্গে তার বিয়ে দেওয়া হবে।