
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে গণহত্যায় সহযোগিতার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ৩১ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে, পিটিশন মামলা নং …/২০২৫ অনুযায়ী।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০খ, ১৪৩, ২০৩, ৪৩১, ৪৪০, ৫০০, ৫০১, ৫০২, ৫০৪, ৫০৫, ৫০৫(ক) ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন নারায়ণগঞ্জের ভূইগড় এলাকার মো. আবুল কালাম।
আসামিদের মধ্যে রয়েছেন—প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’-এর সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, একুশে টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, হেড অব নিউজ ও শীর্ষ সাংবাদিক নেতারা।
মামলায় উল্লেখ করা হয়, ২০০৯ সাল থেকে অবৈধ ও অগণতান্ত্রিক শাসন চালিয়ে আসছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দমন করা হয়েছে। এই স্বৈরাচারী শাসনের পক্ষে কাজ করেছে কিছু মিডিয়া মোঘল ও রাজনৈতিক এলিট শ্রেণীর কিছু সাংবাদিক, যারা সরকারকে সমর্থন দিয়ে জনগণের স্বার্থ বিরোধী কাজ করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২৪ জুলাই ২০২৪ এডিটর'স গিল্ডের নামে গণভবনে একটি বৈঠকে অংশগ্রহণ করে আসামিরা অবৈধ প্রধানমন্ত্রীকে গণহত্যা চালাতে সমর্থন দিয়েছেন। এছাড়াও ২৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে তারা একটি সমাবেশের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলনকে 'জঙ্গী সন্ত্রাসী নাশকতা' আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছেন।