
গাইবান্ধার সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সুদের টাকা আদায়ে সাত মাস বয়সী এক শিশুকন্যাকে জিম্মি করার অভিযোগে একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আসামিরা হলেন—সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আব্দুল মতিন প্রতিবেশী সুজা মিয়ার কাছ থেকে সুদের ভিত্তিতে ৫০ হাজার টাকা ঋণ নেন। টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় শনিবার সকালে “খেলার” কথা বলে মতিনের শিশুকন্যাকে নিজেদের বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে টাকা শোধ না করা পর্যন্ত শিশুকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় তারা।
শিশুর মা ইসমোতারা বারবার মেয়েকে আনতে গেলেও বাধা দেন অভিযুক্তরা। স্থানীয় ইউপি সদস্য মধ্যস্থতা করতে গেলে শিশুর পরিবারের ওপর হামলা চালানো হয়।
পরে মতিনের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক ও শিশুটিকে উদ্ধার করে। শিশুটি মায়ের কাছে হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর আলম তালুকদার জানান, চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি এক আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি সতর্ক করে বলেন, “শিশু জিম্মি করাকে কোনো অবস্থাতেই সহিংসতার হাতিয়ার হিসেবে মেনে নেওয়া হবে না।