
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের মোট ১৯৯টি দেশের মধ্যে এই সূচকে বাংলাদেশের পাশাপাশি একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া।
গত ১৯ বছর ধরে হ্যানলি অ্যান্ড পার্টনারস প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে র্যাংকিং প্রকাশ করে আসছে। বছরে চারবার, অর্থাৎ প্রতি তিন মাস অন্তর এই সূচক হালনাগাদ করা হয়।
চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২২৬টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভ্রমণযোগ্য দেশসমূহ
১. বাহামাস
২. বার্বাডোস
৩. ভুটান
৪. বলিভিয়া
৫. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
৬. বুরুন্ডি
৭. কম্বোডিয়া
৮. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ
৯. কোমোরো দ্বীপপুঞ্জ
১০. কুক দ্বীপপুঞ্জ
১১. জিবুতি
১২. ডোমিনিকা
১৩. ফিজি
১৪. গ্রেনাডা
১৫. গিনি-বিসাউ
১৬. হাইতি
১৭. জামাইকা
১৮. কেনিয়া
১৯. কিরিবাতি
২০. মাদাগাস্কার
২১. মালদ্বীপ
২২. মাইক্রোনেশিয়া
২৩. মন্টসেরাট
২৪. মোজাম্বিক
২৫. নেপাল
২৬. নিয়ুয়ে
২৭. রুয়ান্ডা
২৮. সামোয়া
২৯. সিশেলস
৩০. সিয়েরা লিওন
৩১. সোমালিয়া
৩২. শ্রীলঙ্কা
৩৩. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
৩৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস
৩৫. গাম্বিয়া
৩৬. তিমুর-লেসতে
৩৭. ত্রিনিদাদ ও টোবাগো
৩৮. টুভালু
৩৯. ভানুয়াতু
বিশ্লেষকদের মতে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে নিম্ন হলেও, আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ার অনেক দেশের সাথে সমতুল্য পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হলে ভবিষ্যতে এই অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।