Image description
 

বিশ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জসিম উদ্দিন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯১ সালে জসিমের বিরুদ্ধে একটি জিআর মামলা হয়। সেই মামলায় ২০০২ সালে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে গিয়াস উদ্দিন নামে ঢাকার একটি স্কুলে খণ্ডকালীন চাকরি করতেন।

হাতিয়া থানার উপ পুলিশ পরিদর্শক উপপরিদর্শক মিনহাজুল আবেদিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জসিমের আসল নাম-ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।