
ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সিনিয়র সচিব নাসিমুল গনি তার বক্তব্যে পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় আচরণের আহ্বান জানান। তিনি অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জনের পাশাপাশি আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নেওয়ার পরামর্শ দেন। সূরা সোয়াদের ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ-বিদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন, বিগত বছরে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল, তা থেকে পেশাদারিত্বে ফিরেছে বাহিনী। এই পেশাদারিত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবায় অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।