
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে 'জয় বাংলা ও সরকার বিরোধী' বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে। রাতের আধারে কারা এসব লিখেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকাল থেকে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের দেয়ালের কয়েক জায়গায় লেখা স্লোগান নজরে আসে।
সরেজমিনে দেখা যায়, বেশ কিছু জায়গায় দেয়ালে লাল ও কালো রঙের কালি দিয়ে 'জয় বাংলা', 'হটাও ইউনূস বাঁচাও দেশ' এবং 'চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ' এমন স্লোগান লেখা হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি ও ভিডিও পোস্ট করায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভোলাহাট উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র আভাস পাওয়া যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।
ভোলাহাট উপজেলা ছাত্রদলের নেতা হাবিব মেসবাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে তাদের লোকজন দিয়ে দেয়ালে সরকারবিরোধী স্লোগান লিখেছে।
তিনি বলেন, উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এরা নিষিদ্ধ সংগঠন সরকারের পক্ষ থেকে যাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তারা কীভাবে সাহস পাচ্ছে দেশকে অশান্ত করতে। তিনি দুষ্কৃতিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি সকাল থেকে জেলা সদরে আছি। দেয়াল লিখনের বিষয়ে আমার জানা নাই, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।