Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেছেন, বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে দিতে হবে। কিন্তু আমরা সেটা পারিনি। 

অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও তারা দুর্বল মন্তব্য করে তিনি বলেন, সরকার এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে পারেনি। 

শরিফ উসমান হাদী বলেন, কিছু সুশীল সমাজের প্রতিনিধির সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানাই। এখন যতটা হতাশ, তারা গত ৪০ বছরেও এত হতাশ হয়নি। যারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কিছুই পরিবর্তন হয়নি, তাদের উদ্দেশে প্রশ্ন-গত এক বছরে রাষ্ট্রীয় মদদে কয়জন মানুষ গুম-খুনের শিকার হয়েছেন। 

 

তিনি এ সময় জোরাল প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকারের কতজন উপদেষ্টার সন্তান জুলাই আন্দোলনে মাঠে ছিল? কতজনের সন্তান আন্দোলনে নিহত বা আহত হয়েছেন? তারা কীভাবে এই বিপ্লবের মর্ম বুঝবেন? কীভাবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের পরিবর্তন আনবেন? জুলাই অভ্যুত্থান তারাই বুঝবে, যারা নির্যাতিত হয়েছে।