Image description

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে ‘ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে যে মন্তব্য করেছেন একে দায়িত্বজ্ঞানহীন বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। মাহফুজ আলমের মন্তব্যকে শিশুসুলভ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না।’ 

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। গত সোমবার এক-এগারো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাই দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান রিজভী। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের প্রচেষ্টা। তাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সরকারের মৌলিক দায়িত্ব।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই। গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বাতাবরণে জন্ম নেওয়া ছাত্র-জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে। জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার, সুশাসনসহ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। এ গণ-অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ।’  

গণঅভ্যুত্থান দীর্ঘ জুলুমের বাতাবরণের মধ্যে অঙ্কুরিত হয়েছিল অনেক আগেই বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘মানুষের সব অধিকার হরণ করে নিয়েছিল আওয়ামী সরকার। দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে যে ক্ষত এবং বারুদ ভরা দ্রোহের জন্ম নিয়েছিল, সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাইয়ে অনেকে পথে নেমেছিলেন। জুলাই হয়ে দাঁড়িয়ে ছিল জুলুমবাজ আওয়ামী শাসকগোষ্ঠীর অন্যায় যজ্ঞের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো অসমসাহসী ছাত্র-জনতার বীরত্বের স্মারকস্তম্ভ।’