
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) ছবি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট সম্প্রতি ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে আইজিপির কণ্ঠ অনুকরণ করে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়া ও মনগড়া। আইজিপির স্থিরচিত্র ও কণ্ঠস্বর নকল করে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এমন প্রতারণামূলক ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে।
সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শীর্ষনিউজ