Image description

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনী বেশ শক্তিশালী ও সক্রিয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক। তবে, নির্বাচন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসের বিপক্ষে সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে। এখন আমরা এরসঙ্গে মাদকবিরোধী অভিযানটাকেও যুক্ত করেছি।

আগামীকাল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পলায়ন দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা যখন দায়িত্ব নেই তখন দেশে মূলত পুলিশ বাহিনী অ্যাকটিভ ছিল না। সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশ পাই আমরা। যে কারণেই হোক পুলিশের মনোবল ছিল না। আমরা সেখান থেকে পুলিশ বাহিনীকে বের করে একটি কার্যকর ও সক্ষম বাহিনীতে পরিণত করতে পেরেছি। অনেক সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করছে। হয়তো সবক্ষেত্রে আমরা শতভাগ সফল হতে পারিনি। কিন্তু আমরা সম্মিলিতভাবে কাজ করছি।