Image description

অন্তর্বর্তী সরকারের গত এক বছরে প্রশাসনে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তা। এর মধ্যে সিনিয়র সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পযর্ন্ত নিয়মিত পদোন্নতি পেয়েছেন ৭৮৫ জন। বাকি ৭৬৪ জন আওয়ামী আমলে বঞ্চিত বিএনপি-জামায়াত সমর্থিত কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া জনস্বার্থে প্রশাসনের ৯ জন সচিবসহ মোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখিত বিষয়ের সত্যতা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘রাষ্ট্রীয় প্রয়োজনেই অনেককে পদোন্নতি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।’

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তী সরকার গঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান বিসিএস ১৯৮২ নিয়মিত ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মোখলেস উর রহমান।

 
মন্ত্রণালয়ের দেখভাল প্রথম দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার করলেও পরে তাকে খাদ্য ও ভূমি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসই দেখভাল করছেন। তবে প্রশাসনের পদোন্নতি ও পদায়ন দেখভাল করতে একটি উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছেন তিনি। যাদের সুপারিশে বর্তমানে প্রশাসনে পদোন্নতি–পদায়ন হচ্ছে।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্টের পর গত এক বছরে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ সর্বমোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি প্রদান করা হয়েছে। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব পদে ৪ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন এবং সচিব পদে ১১৯ জনসহ সর্বমোট ৭৬৪ জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক পদোন্নতি প্রদান করা হয়েছে। এর পাশাপাশি এই সময়ে উপসচিব পদের ১৬ জন, যুগ্ম সচিব পদের ১৫ জন, অতিরিক্ত সচিব পদের ৭৫ জন, গ্রেড-১ পদের ৩৪ জন এবং সচিব/সিনিয়র সচিব পদের ২৪ জনসহ সর্বমোট ১৬৪ জন কর্মকর্তাকে কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে পাঠানো হয়েছে। গত এক বছরে অতিরিক্ত সচিব পদের ১৯ জন, গ্রেড-১ পদের একজন এবং সচিব/সিনিয়র সচিব পদের ৯ জনসহ সর্বমোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

সূত্র আরো জানায়, গত এক বছরে ৩টি অধ্যাদেশ প্রণয়ন, ৩টি বিধিমালা সংশোধন, ১টি বিশেষ বিধিমালা প্রণয়ন ও ২২টি নিয়োগ বিধিমালা/প্রবিধানমালা প্রণয়ন/সংশোধনে সুপারিশ প্রদান করা হয়েছে।

 
এ ছাড়া এই সময়ে ২৪টি বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। ৮টি বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হয়। এ ছাড়া ১৬টি বিভাগীয় মামলা চলমান রয়েছে। প্রশাসনিক তদন্ত শেষে সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস (১৫০৮৯ এবং লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার বেগম তাপসী তাবাসসুম উর্মীকে (১৯২৮৬) চাকরি হতে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।