
জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন অভ্যুত্থানে পা হারানো একজন জুলাই যোদ্ধা।
সোমবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে এ কথা বলেন গণহত্যা মামলার ওই সাক্ষি।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে দিনের মহতো সাক্ষ্য নেওয়া হচ্ছে।
এদিন সকাল ৯টায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গতকাল রোববার এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমদিন সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র। সূচনা বক্তব্যে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা, কামালের সর্বোচ্চ সাজা চান।
শীর্ষনিউজ