চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই দেশের অভ্যন্তরে সীমান্তের কাছে আম বাগানের পরিচর্যা করতে গিয়ে বিএসএফের গুলিতে দুই যুবক আহত হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচা পাড়া এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে আট থেকে নয় রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধরা হলেন মো. শহীদুল ইসলাম ও মিজানুর রহমান।
শনিবার ভোরে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলির শব্দ শুনেছে বিজিবিসহ সীমান্ত এলাকার গ্রামবাসীরা। বিজিবির পক্ষ থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে স্বীকার করা হয়।
আহতরা শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে শহিদুল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মিজানুর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহিদুল পেটে ও মিজানুর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে দাবি করা হচ্ছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮/৯ রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। আহত দুই যুবকের পরিবারের দাবি সীমান্তে বাংলাদেশের অংশে তারা আম গাছের পরিচর্যা করার সময় বিএসএফ সদস্য অতর্কিতভাবে গুলি চালালে আহতের ঘটনা ঘটে। তারা বলছেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বিচারহীনতার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যেই বাংলাদেশে ঢুকে গুলি চালায়।
দুই যুবক গুলিবিদ্ধের ঘটনায় আজমতপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে কড়া প্রতিবাদ জানানো হয়।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা চলছে।
৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।