Image description
 

গেজেট বহির্ভূতভাবে ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান’ পদে কর্মরত দুজনকে সরাসরি ‘সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)’ পদে পদোন্নতি দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। সংগঠনটি বলছে, এ ধরনের পদোন্নতি ২০১৮ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট নির্দেশিকার স্পষ্ট লঙ্ঘন। বুধবার বিএমটিএর ভারপ্রাপ্ত সভাপতি এসএম ওবাইদুর রহমান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

 

২৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মোট ৯৫ জন মেডিকেল টেকনোলজিস্টকে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে পদোন্নতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের জন্য বিএমটিএ স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেও ওই তালিকায় ১১-এর মাহবুবা আব্দুল্লাহ ও ৯০-এর শ্যামলী রানী সরকারকে নিয়ে আপত্তি জানায় সংগঠনটি।

বিএমটিএর পক্ষ থেকে বলা হয়, মাহবুবা ও শ্যামলী উভয়েই ‘ল্যাবরেটরি টেকনিশিয়ান’ পদে কর্মরত ছিলেন, অথচ তাদের সরাসরি সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে উন্নীত করা হয়েছে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের গেজেট অনুযায়ী সম্পূর্ণরূপে অনভিপ্রেত ও নিয়মবহির্ভূত।

বিবৃতিতে নেতারা বলেন, এই অন্যায্য পদোন্নতিতে মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এতে পেশাদারিত্বে চরম আঘাত হেনেছে।’ নিয়ম লঙ্ঘন করে দেওয়া এ ধরনের প্রজ্ঞাপন বাতিল না হলে তারা বৃহৎ কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।