
চট্টগ্রামের চকবাজার থানায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ওসি জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে। সংঘর্ষের সময় তিনি শিবিরের পক্ষ নিয়েছিলো দাবি করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছিলো ছাত্রদল। একই সঙ্গে আরও দুই থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ কমিশনার হাসিব আজিজ এ বদলির আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআরও) মাহমুদা বেগম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বদলির আদেশে বলা হয়েছে, চকবাজার থানার ওসি চান্দঁগাও থানায়, চান্দঁগাও থানার ওসি আফতাব আহমেদ বন্দর থানায় ও বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন চকবাজার থানায় দায়িত্ব পালন করবেন।
ছাত্রদলের দাবির মুখে এ বদলি কি-না? এমন প্রশ্নে তিনি বলেন, এসব নিয়মিত বদলির অংশ। তবে কমিশনার স্যার ভালো বলতে পারবেন।
এর আগে, গত ২১ জুলাই রাতে আরিফুল ইসলাম নামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী হিসেবে অভিযুক্ত করে থানায় নিয়ে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। খবর পেয়ে শিবিরের নেতা-কর্মীরা আরিফুলকে নিজেদের সাথি দাবি করে ছাড়িয়ে আনতে যান। এরপর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর দিবাগত রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহকেও দেখা যায়। সংঘর্ষের সময় অন্তত ৩ জন ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিলো। তবে, তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারেনি আমার দেশ।
সে সময় ছাত্রদল দাবি করেছিল, চকবাজার থানার ওসি শিবিরের পক্ষ নিয়ে তাদের ওপর টিয়ারসেল ছুঁড়েছে।