
অনুমতি ছাড়া এবং ভুল বানানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এ সময় তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে তার নাম প্রেস কাউন্সিলের তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
তিনি লিখছেন, ‘আমাকে হতবাক করে দিয়ে আজ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে—তাও আবার নামের বানান ভুল করেছে। আগে একাধিকবার সরকার আমাকে প্রেস কাউন্সিলে যুক্ত হওয়ার অনুরোধ করলেও আমি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার সরকার বা অন্য কোনো পক্ষ থেকে কেউ আমার সম্মতি নেওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি।’
‘অদ্ভুত! তাই, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি কেউ থেকে থাকেন, তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি এবং এর মাধ্যমে আমাকে বাধিত করবেন।’
তবে এ বিষয়ে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড আইডি থেকে সেই পোস্টে কমেন্ট করেছেন।
তিনি লিখেছেন, ভাই, অ্যাক্ট (আইন) অনুযায়ী এডিটরস কাউন্সিল কর্তৃক প্রেস কাউন্সিলে মনোনয়ন দাখিল করা হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে আপনাকে এডিটরস কাউন্সিল অনুরোধ করেছে। প্রেস কাউন্সিলে চেয়ারম্যান ছাড়া অন্য কাউকে নিয়োগ বা মনোনীত করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। অন্য সদস্যরা বিভিন্ন সংস্থার মাধ্যমে মনোনীত হন। আমি আশা করি, প্রেস কাউন্সিল এবং এডিটরস কাউন্সিল একটি ব্যাখ্যা দেবে।