
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। মঙ্গলবার (২৯ জুলাই ) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের চীন সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে বিগত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চীন তদন্তে সহায়তা দেবে কি না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, এই ঘটনায় চীন গভীর শোকাহত। বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সহায়তা দিতে প্রস্তুত।
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা স্বাভাবিক। বিভিন্ন দেশের সঙ্গে চীনের সম্পর্ক আছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান ১২টি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বিদেশি কূটনীতিক হিসেবে মন্তব্য করতে পারি না।
ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।