Image description
 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএসের ভাইভা বোর্ডের সদস্য হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় তিনি নিজেই বলছেন, আমি বিসিএসের ভাইভা বোর্ডের সদস্য হয়েছি।

 

সেখানে তিনি আরো বলেন, আমি পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের চয়েজ দেখছি। তারা একবার চাকরি পাওয়ার পর আবার পরীক্ষা দিতে থাকে।

 

 

 

এদিকে ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গত ১৮ জুলাই ৪৮ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর ফলাফল প্রকাশ হয় ২১ জুলাই।