
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাহীন ম্যানহোলে এক নারীর পড়ে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ মেলেনি। রবিবার (২৭ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তীব্র পানির স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। যদিও নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি এখনও।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে রাস্তার পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমাদের তিনটি টিম কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরি অভিযান চালিয়ে যাচ্ছেন।’
এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাত ৯টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভরত এলাকাবাসীরা জানান, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সরু করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। তাঁরা বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, এক সময় ম্যানহোলে ঢাকনা বসালেও পরে তা সরিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর থেকে আর কোনো ঢাকনা বসানো হয়নি, ফলে পথচারীদের বারবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজ নারী উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’