
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রবিউল লালের নাতি মো. ইব্রাহীম (৪), পিতা আবু সুফিয়ান সজিব এবং তার চাচাতো ভাই নাদিম হোসেন (৩), পিতা মো. শরীফ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালবেলা পরিবারের নারীরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সময় শিশুরা উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে জাল ফেলেন। তখন পানির নিচ থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, এবং তাদের মৃত্যুর কারণ পানিতে ডুবেই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শীর্ষনিউজ