Image description
 

জাতীয় প্রেসক্লাবের সামনে ১০দিন ব্যাপী হাসিনার দুঃশাসনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই চিত্র প্রদর্শনী শুরু হয়। 

 

প্রদর্শনীতে রক্তরাঙ্গা জুলাইয়ের ইতিহাস থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা, সীমান্ত হত্যা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতার কারণে আলেমদের হত্যার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। 

এ ছাড়াও আয়না ঘরের টর্চার সেলে নির্যাতন, রাজনৈতিক কর্মীদের গুম, খুন, ধর্ষন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আলেমদের হত্যা, ২০১৩ সালের অপারেশন ব্লাক আউট নামে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা এবং ২০০৬ সালে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নিত্যসহ ফ্যাসিবাদী সরকারের গত ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরা হয়। 

আগামী ৬ আগস্ট পর্যন্ত এ প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রদর্শনী যৌথভাবে আয়োজন করে ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্য।