
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদেশগামী যাত্রীকে বিদায় দিতে বা বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাগত জানাতে সর্বোচ্চ ২ জন শাহজালালের ক্যানোপিতে প্রবেশ করতে পারবেন।
আগামীকাল রোববার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে শাহজালাল কর্তৃপক্ষ আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে, যানজট রোধ করতে এবং সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমানবন্দরে আগত সকল দর্শনার্থীকে সুশৃঙ্খলভাবে চলাচল করতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।