Image description

ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় ছিলেন হাসিনা। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার লক্ষ্যে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা এবং বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে এবং হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনিই। তিনি খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। বিএনপি শিক্ষার্থীদের জন্য লেখাপড়া বিনামূল্যে করেছিল।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ধ্বংস করেছে। বিগত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।